প্রাইমারি সেকশনের প্রধান শিক্ষক ছিলেন একজন হিন্দু। তাঁর নাম রাজেন্দ্র সরকার। বারহাট্টা থেকে সাত মাইল দূরে মোহনগঞ্জে ছিল তাঁর বাড়ি। ইচ্ছে করলে তিনি বারহাট্টায় বাড়ি ভাড়া করে থাকতে পারতেন—-ওটাই স্বাভাবিক ছিল। কিন্তু তিনি তা করতেন না। তিনি সাত মাইল দূরে থেকে নিয়মিত পদব্রজে স্কুলে যাতায়াত করতেন। দীর্ঘ দেহ ও চমকার স্বাস্থ্য ছিল তার। তিনি আমার বাবার বন্ধু ছিলেন। বাবা যখন পঞ্জিকায় ভালো দিনক্ষণ দেখেশুনে আমাকে বারহাট্টা স্কুলে ভর্তি করাতে নিয়ে যান, তখন খুব অনিবার্যভাবেই ঐ রাজেন্দ্রবাবুর হাতে আমাকে সঁপে দেওয়া হয়।