যৌন নিপীড়ন রোধে প্রত্যেক শিশুর তার শারীরিক সুরক্ষাবিষয়ক কৌশল শেখা প্রয়োজন। অভিভাবকদের উচিত সন্তানের সঙ্গে গুড টাচ ব্যাড টাচ অর্থ্যাৎ নিরাপদ ও অনিরাপদ স্পর্শ নিয়ে কথা বলা। কিন্তু অনেক অভিভাবক বুঝতে পারেন না কীভাবে শুরু করবেন। তাদের জন্য সহায়ক হতে পারে ‘তারা ও জয়: শারীরিক সুরক্ষা’ বইটি।