এই বইটিতে রয়েছে সেই সব বক্তব্য যা বদলে দেবে একজন শিক্ষার্থীকে, একজন শিক্ষককে, একজন মা অথবা বাবাকে। প্রায় ২০০০ বক্তব্যের সংকলন গ্রন্থটি। বইটিতে তিনি বলেছেন তাঁর জীবনের সফলতার গল্প, তাঁর শিক্ষকদের গল্প, বিশ্বের সফল মানুষদের গল্প। আমাদের প্রত্যেকের মনেই একটি সুপ্ত স্বপ্ন থাকে। সেই সুপ্ত প্রতিভাকে কী করে বাইরে আনতে হবে, কী করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে, কী করে নিজের সফলতার পাশাপাশি একটি পরিবার, সমাজ এবং দেশ উপকৃত হবে তারই ব্যাখ্যা প্রদান করেছেন তিনি এই বইতে।