গত ২০ বছরে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সম্পর্কে শাহরিয়ার কবির বহু প্রবন্ধ, নিবন্ধ ও প্রতিবেদন লিখেছেন এবং ‘মুক্তিযুদ্ধের গান’ ও ‘দুঃসময়ের বন্ধু’ নামে দুটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করেছেন। এ বিষয়ে তার যেসব লেখা গ্রন্থাকারে প্রকাশ হয়নি, তার ভেতর কয়েকটি বর্তমান গ্রন্থে সংকলিত হল। যারা এ ক্ষেত্রে কাজ করছেন অথবা ভবিষ্যতে করবেন তাদের কাজের সহায়ক বহু উপাদান এই গ্রন্থে পাওয়া যাবে। তরুণ পাঠকরা জানতে পারবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি উপেক্ষিত অধ্যায় সম্পর্কে।