আধুনিক শিল্পকলার ক্রমপ্রসারমান ক্ষেত্রে চলচ্চিত্র একটা গুরুত্বপূর্ণ পঠন-পাঠনের বিষয়। চলচ্চিত্র-নন্দনতত্ত্বের বিভিন্ন দিক নিয়ে গভীর মনোযোগী আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে। বিশ্বের নন্দিত বারোজন ফিল্ম-ডিরেক্টর ও তাঁদের শিল্পজিজ্ঞাসার বিষয় নিয়ে তানভীর মোকাম্মেল রচিত বর্তমান গ্রন্থটি একই সঙ্গে কৌতূহলোদ্দীপক, আগ্রহসঞ্চারী, শিক্ষণীয় ও মনোজ্ঞ। সমাজমনস্কতা যে কোনো একজন সৃজনশীল শিল্পীর অন্যমত যোগ্যতা। লেখাগুলোতে বিভিন্ন পরিচালকের সমাজসচেতনতার দিকটি প্রাধান্য পেয়েছে। মার্কসীয় দৃষ্টিভঙ্গি দ্বারা আলোকিত এসব রচনা মননশীল পাঠকের জন্যে চিন্তার খোরাক যোগাবে।