যে জীবন কোনোদিন দুঃখ পায়নি সে জীবনে সম্ভবত সুখও পায়নি কোনোদিন। কারণ, দুঃখ ছাড়া কখনোই সুখকে অনুভব করা যায় না। সেজন্যই হয়ত কবি কিছুটা দুঃখকে আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন। কেউ একজন কবিকে পুড়িয়ে মারছে, তবু অনায়াসে তিনি তা মেনে নিচ্ছেন। ‘কতটা পোড়াতে চাও’ কবিতায় কবি বলছেন- ‘‘ক্ষুধার্ত লিকলিকে জিভ লোভে তরতাজা/ বার বার ধেয়ে ধেয়ে আসে সর্বগ্রাসী/ সব কিছু কেড়ে নিতে চায়?/ আগুনে কতটা পারে/ তার চেয়ে আরো বেশী আরো বেশী/ কষ্টের ঢেউ/ জমে আছে বুকের ভেতরে।’’ |