হৃদিতার ফ্রেন্ড রিকোয়েস্ট’ শতভাগ রোমান্টিক উপন্যাস। এই সময়ের শহুরে
রোমান্টিকতায় সয়লাব পুতু-পুতু প্রেম নয় এটি, এ যেনো এক কাপ গরম ব্লাক কফি। হৃদিতা একজন নারী, এই সমাজেরই একটা সিম্বল মাত্র। হৃদিতা আমাদের কারো মেয়ে, কারও প্রেমিকা, আবার কারো...। তাকে সময়ের বাঁকে-বাঁকে লড়তে হচ্ছে মুখোশের আড়ালেও লুকিয়ে থাকা নতুন নিত্য-নতুন মুখোশধারীর সঙ্গে। দেখতে হয়েছে ভালোবাসায় মাখা সুরভীত ফুলের ভেতর লুকিয়ে থাকা কারো লালসার পোকা, প্রেমের ভেতর সে আবিষ্কার করে প্রশ্নবোধক ধোকা। অপু’র প্রেম পরশে প্রকৃত প্রত্যাশিত হৃদয়টা ছুঁতে গেলে হৃদিতাকে ছোঁবল মারতে ফণা তোলে এক জেনারেশন আগে তার মা-বাবার অতীত চিহ্ন! তাহলে কী হৃদিতা আর অপুর অঙ্কুর একই বীজমন্ত্রে? বাকিটুকু ‘হৃদিতার ফ্রেন্ড রিকোয়েস্ট’ উপন্যাসে...। |
“ ” - Bookworm