১৯৪৩ সালের ২৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় নৌবাহিনীর জাহাজনির্মাণ স্থান—ন্যাভাল শিপইয়ার্ডে একটি গোপন সামরিক এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামে ইতিহাসে খ্যাত। সেই এক্সপেরিমেন্ট-এ ইউএসএস এলড্রিজ নামে মার্কিন নৌবাহিনীর একটি রণতরী সম্পূর্ণরূপে অদৃশ্য করা হয়েছিল। ‘দি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট : প্রজেক্ট ইনভিজিবিলিটি’ ১৯৭৯ সালে বার্মুডা ট্যাঙ্গেল খ্যাত চার্লস বেরলিজ এবং ইউএফও বিশেষজ্ঞ উইলিয়াম মুর ‘ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট’ বিষয়ের ওপর ভিত্তি করে রচিত একটি অনুসন্ধানী গ্রন্থ। |