বহুদিন ইন্দ্রের দেখা নেই। গঙ্গার তীরে বেড়াতে গিয়ে ডিঙি নৌকা দেখে লেখক আবেগে আপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন, হাস্যরস ফুটে উঠেছে মেজদার অদ্ভুত আচরণে, তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে মানুষের দাম্ভিকতাকে। ভারতবর্ষীয় যুগযুগান্তরের সংস্কারের শৃঙ্খলে আবদ্ধ নারীচরিত্র অন্নদা দিদি, নতুনদার কথা ও ইন্দ্রনাথের বিচিত্র কর্মকাণ্ড শ্রীকান্তকে পাঠকপ্রিয় করে তুলেছে। |