১
ডাক্তার : আপনি বলছেন আপনি সারা রাত ধরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন।
রোগী : হ্যাঁ।
ডাক্তার : কত দিন ধরে এটা চলছে?
রোগী : প্রায় এক বছর।
ডাক্তার : হুঁ, কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? যেমন ধরুন, খাবারদাবার বা বেড়াতে যাওয়া...?
রোগী : হুঁ, ও-সব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আর কি?
২
প্রথম বন্ধু : রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছিলেন?
দ্বিতীয় বন্ধু : বোধহয় খেলেছিলেন, কারণ তার একটা গানে আছে-‘বল দাও মোরে বল দাও’।
৩
ধর্ম ক্লাসে স্বর্গ-নরক ব্যাখ্যা করার পর শিক্ষক প্রশ্ন করলেন, তোমরা কে কে স্বর্গে যেতে চাও হাত তোল।
সবাই হাত তুলল শুধু একজন ছাড়া।
: কী ব্যাপার, তুমি স্বর্গে যেতে চাও না?
: না স্যার, মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে।
৪
: জান মা, আপা না অন্ধকারে দেখতে পায়!
: কেমনে বুঝলি?
: আমি শুনেছি ও-ঘরে অন্ধকারে আপা রফিক ভাইয়াকে বলছে-এ কী!আজ শেভ কর নি?
৫
প্রথম বন্ধু : কিরে কেমন আছিস?
দ্বিতীয় বন্ধু : ভালো না দোস্ত!পিয়া আমার জীবনটা বরবাদ করে দিয়েছে!
প্রথম বন্ধু : আমারটাও!
দ্বিতীয় বন্ধু : বলিস কি! তোকেও...!
প্রথম বন্ধু : হ্যাঁ, ওর সাথেই আমার বিয়ে হয়েছে।
৬
ছেলে অঙ্ক পরীক্ষার নম্বর জেনে বাড়ি এসেছে স্কুল থেকে।
মা জিজ্ঞেস করলেন, কত পেয়েছিস?
: মাত্র একের জন্য এক শ’ পাই নি।
: তাই নাকি, নিরানব্বই পেয়েছিস!
: না, দুটো শূন্য পেয়েছি।
৭
অধ্যাপক : হয়তো দেখতে আমার ভুল হয়েছে, কিন্তু মনে হলো তুমিই যেন কথা বলছ।
ছাত্র : নিশ্চয়ই আপনার দেখতে ভুল হয়েছে; কারণ ঘুমের মধ্যে আমি কথা বলি না।
৮
স্কুলের প্রথম দিনে ছেলে বাড়ি ফিরল।
বাবা আদর করে কাছে ডেকে বললেন, স্কুলে কী শিখলে, বাবা?
ছেলে বলল, কিছুই না। আবার নাকি কাল যেতে হবে।
৯
মাছ ধরতে বসেছে এক মাছ-শিকারি।
পাশ দিয়ে যেতে যেতে একজন জিজ্ঞেস করল, কি ভাই, কয়টা মাছ ধরলেন?
মাছ-শিকারি বলল, পরেরটা ধরলে একটা হবে।
“ ” - Bookworm