স্বাধীনতা সংগ্রামের পরেই বাঙালির জাতীয় জীবনের সবচেষে গুরুত্বপূর্ণ ঘটনা ভাষা আন্দোলন, যাকে বলা হয়, বাঙালির আত্মআবিষ্কার বা স্বরূপ-অন্বেষার সূচনালগ্ন। আপাতদৃষ্টে শিক্ষিত মধ্যবিত্ত বা নাগরিক সমাজের আন্দোলন বলে মনে হলেও ব্যাপক ক্ষোভ-প্রতিবাদের জ্বালামুখ হিসেবে কাজ করছিল সেদিন ভাষা আন্দোলনের ঘটনাটি। ভাষা আন্দোলনের গুরুত্ব বিচার কিংবা আমাদের জাতীয় জীবনে তার প্রভাব-প্রতিক্রিয়া বুঝতে হলে সুতরাং আন্দোলনের সামগ্রিক পটভূমি তথা সমকালীন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বাস্তবতার নিরিখেই তা করতে হবে। এই অতি প্রয়োজনীয় কাজটিই বদরুদ্দীন উমর করেছেন তিন খণ্ডে সমাপ্ত এবং অজস্র সাক্ষাৎকার, দলিল সমৃদ্ধ তাঁর ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি’ গ্রন্থে। জানা যায়, ভাষা আন্দোলন নিয়ে লেখা প্রথম গবেষণামূলক গ্রন্থ এটি। বর্তমান খণ্ডটি তার প্রথম খণ্ড, যা লেখকের পূর্ববর্তী আরও কয়েকটি গ্রন্থের মতোই, তা আমাদের চিন্তা-চেতনাকে প্রবলভাবে নাড়া দেয়। আমাদের সমাজমানসে যার প্রভাব আজও কমবেশি কারযকর। |