অনন্তচন্দ্র
মণ্ডলকে মুক্তিযুদ্ধের সময় ধর্মত্যাগ করে মুসলমান না হওয়ার অপরাধে পাকসেনাদের
হাতে প্রাণ দিতে হয়। অথচ তার দুই মেয়ে প্রেমে পড়ে পূর্বপুরুষের ধর্ম ছেড়ে
মুসলমান ছেলে বিয়ে করে হয়ে যায় মুসলমান। তিনি নিজেও শেষ পর্যন্ত কোন রহস্যজনক
কারণে মুসলমান হয়ে নাম নিয়েছিলেন ‘কিশোয়ার মণ্ডল’, যদিও বিষয়টি উপন্যাসের শেষ
পর্যন্ত রহস্যাবৃত ছিল। ‘পুরো ব্যাপারটাই রহস্যঘেরা। যে মানুষ হিন্দু সংস্কৃতি ও
ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, রামায়ণ-মহাভারত আর উপনিষদের শত শত শ্লোক যার মুখস্থ,
যার বাবা মৃত্যুর মুখে দাঁড়িয়েও ধর্ম ত্যাগ করতে রাজি হননি, দুই মেয়ে মুসলমান
হয়ে যাওয়ায় যিনি তাদের মেয়ে বলে স্বীকার করতে রাজি নন, তার হঠাৎ মুসলমান হয়ে
যাওয়াটা রহস্যের বৈকি।’ মৃত অনন্তচন্দ্র কিভাবে ‘কিশোয়ার মণ্ডল’ হয়ে যান এটা তো
আরো বড় রহস্য। রহস্যের সেই জট হয়ত কোনো অভিজ্ঞ পাঠক ঠিকই খুলে নিবেন।
|