মোট পাতা: 116
বিষয়: আত্মউন্নয়ন
তিনি মেধা, মনন, চিন্তাচেতনা, অধ্যবসায়, অভিজ্ঞতা, আর সততার জন্য সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করেছেন। হয়েছেন একজন বিজ্ঞানী, শিক্ষক, কবি, তারপর রাষ্ট্রপ্রধান। ড. এপিজে আবদুল কালাম ‘‘টার্নিং পয়েন্টস’’ গ্রন্থে আত্মকথনের মাধ্যমে নিঃসংকোচে ও সাহসিকতার সাথে নিজের কর্মজীবনে ও ভারতের একাদশতম রাষ্ট্রপতি অবধি যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছেন, তারই বর্ণনা করেছেন। |