‘বাঙলা ও প্রমিত বাঙলা’ ড. বেগম জাহান আরা রচিত ভাষাবিষয়ক প্রবন্ধগ্রন্থ। বাঙলা আমাদের মাতৃভাষা। প্রাণের ভাষা। আমাদের পরিচিতির ভাষা। জীবনের ক্রমবিকাশের ভাষা। আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, বন্ধুত্ব-শত্রুতা, যুদ্ধ-সন্ধি, ষড়যন্ত্র-পরামর্শ, জাতিক-আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি, শিক্ষা-প্রশিক্ষণ, ছলচাতুরী-ইমানদারি, বোকামি-ধূর্তামির ভাষা। কিন্তু কোন বাঙলা সেটা? মানে, কোন রূপ ও রীতির বাঙলা? সব ক্ষেত্রেই কি এক রকম রূপ ও রীতির বাঙলা ভাষা ব্যবহৃত হয়? প্রেম সম্পর্কের ক্ষেত্রে একান্ত ঘনিষ্ঠ প্রিয়জনের সাথে অস্ফুট আদুরে কথার ভাষা, আর ব্যবসায়িক লেনদেনে কট্টর দরকষাকষির ভাষা কি এক রকম? কিংবা ইভটিজিং এবং ক্লাসে লেকচার দেওয়ার ভাষা কি এক রকম? নিশ্চয় না। কেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই ভাষার বিভিন্ন রূপ ও রীতির প্রসঙ্গ চলে আসে। এসবই সংক্ষেপে আলোচনা করা হয়েছে ‘বাঙলা ও প্রমিত বাঙলা’ গ্রন্থে।