মোট পাতা: 60
বিষয়: বিজ্ঞান কল্পকাহিনি
‘থেরাপি’ নাজমুল আলম সিজারের লেখা উপন্যাস। প্লাস্টিক সার্জারির পর চিকিৎসা-বিজ্ঞানে নাকি খুব শিগগির আরও একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে অঙ্গসংযোজনের পরিবর্তে ড্রাগের মাধ্যমে অঙ্গ গজিয়ে তোলার ব্যবস্থা থাকবে। কীভাবে?--তার ঔষধ আবিষ্কার নিয়ে গবেষণাবিষয়কে কেন্দ্র করে ‘থেরাপি’ উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে।