মোট পাতা: 80
বিষয়: উপন্যাস
গল্পের নায়িকা তৃণা একটি রেস্টুরেন্টে কুকের কাজ করে সংসার চালায়। তৃণার বাবা না থাকায় পরিবারের অনেক দায়িত্ব ওর ঘাড়ে। সেই একই রেস্টুরেন্টে মালামাল সাপ্লায়ের কাজ করে সিয়াম। সিয়ামও পরিবারের বড় ছেলে। বাবা অসুস্থ হওয়ায় তৃণার মতো সিয়ামও সংসারের চাপে পিষ্ট। কাছাকাছি বয়স আর সামাজিক অবস্থান এক হওয়ায় দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। গোপনে ভালোবাসতে শুরু করে একে অপরকে, কিন্তু পারিবারিক বোঝা মাথায় থাকায় ওদের নিজেদের সম্পর্কে ভাবার সুযোগ খুব কম। এরই মধ্যে তৃণা আর সিয়াম দুজনের জীবনেই ঘটে যায় বড় দুটো ঘটনা। একদিকে জীবনের সীমাহীন সংগ্রাম অন্যদিকে দুজনের নিঃস্বার্থ ভালোবাসা। নির্মম বাস্তবতার কাছে দুটি জীবনের জয়-পরাজয় এই গল্পে উঠে এসেছে।