‘উলফকার্স’ গাই এন. স্মিথের লেখা দুর্দান্ত একটা ওয়্যারউলফ উপন্যাস। বাংলায় রূপান্তর করেছেন অনীশ দাস অপু। একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনির শুরু। এরপর কাহিনি নানা ডালপালা-শাখাপ্রশাখা বিস্তার করতে থাকে। গাড়ির মালিক উপন্যাসের প্রধান চরিত্র টাইলার। নিজের পার্ক করা গাড়িটির দিকে এগিয়ে যেতেই তিন ছিনতাইকারীর কবলে পড়ল টাইলার। তারপর কী হলো? ঘটনা কোনদিকে মোড় নিল, জানতে পাঠককে আমন্ত্রণ জানায় গল্পের রহস্য।
“ ” - Sourav Dey