সাহিত্যিক, গবেষক ড. আবদুন্ নূর তাঁর ইংরেজি গ্রন্থ ‘দ্যাই নেমস’-এ বিশদভাবে তুলে ধরেছেন আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দর ও প্রশংসিত ৯৯টি নামের ঔদার্য। সেই বইটির বাংলা ভাষান্তর ‘তব নাম’। অবশেষে জন্ম এলো। শিশু কেঁদে উঠল। সরব হলো। জেগে উঠল। কিন্তু মানবজীবনের চক্রে জেগে থাকা ও ঘুমিয়ে থাকার ক্রম চলতে থাকে। আঁধারে ঘুমোই। অচেতন থাকি। স্বপ্নের মায়াজালে জড়িয়ে থাকি। অথচ ঘুমেও মনন সচল। ঘুম আসে। স্বপ্ন আসে। অথচ মনে রাখতে পারি না। এটাও মৃত্যুর কোলে ঢলে পড়ার অন্য আবরণ। তুমি বলেছ, প্রতিটি ঘুমের কালে তুমি আত্মাকে ডেকে নাও তোমার কাছে। দিনের কীর্তিসমূহ নিরিখ করো। আত্মাকে আবার দেহে ফিরিয়ে দাও প্রতিদিনের জীবনযাত্রার জন্য। এটা কি অলৌকিক নয়? তোমার নিদর্শন নয়? তবু কি তোমাকে স্বীকার করছি হে একক জন্মবিধায়ক।
“ ” - Md Sumon
“ ” - ranju
“ ” - Usama Muhammad
“ ” - mainul islam