মোট পাতা: 78
বিষয়: কাব্যগ্রন্থ
কাদের মাহমুদের কাব্যগ্রন্থ ‘বারে বারে আসে স্বাধীনতা’। নেংটার আবার কীসের ভয়? পাগলের আবার কীসের চিন্তা? নেংটা পাগল হয়ে দুরুম করে ঝাঁপিয়ে পড়ো দলেবলে। দেখবে, দুঃশাসন পালাচ্ছে; হারামখোরের দল ন্যাজ গুটিয়ে ঢুকে যাচ্ছে নিজ-নিজ গর্তে। এভাবে কবি তাঁর কবিতায় তুলেছেন দেশ ও জাতির কথা এ কবিতার বইয়ে।