মোট পাতা: 88
বিষয়: উপন্যাস
বিষ্ণু সরকারের উপন্যাস ‘আকাশ যদি রঙিন হত’। সেদিন বিকেল জুড়ে প্রকৃতির কত আয়োজন ছিল। গঙ্গার স্নিগধ জলে পড়ত্ত বিকেলের শেষ আলো বিচ্ছুরিত হচ্ছিল। আকাশ রাঙা হয়ে উঠেছিল নানা রঙে। বাতাসেও একটা মিষ্টি ভাব বইছিল। ওরা বসেছিল হাওড়া ব্রীজের ঠিক নীচে। তারপর?