ইংরেজ
ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের উপন্যাস ‘এ টেল অব টু সিটিজ’। ফরাসি বিপ্লবের পটভূমিকায়
রচিত এই উপন্যাসে নাম ভূমিকায় লন্ডন ও প্যারিস শহরকে চিত্রায়িত করা হয়েছে। এছাড়াও
উপন্যাসটিতে ফরাসি বিপ্লব শুরুর সময়ে ফ্রান্সের চাষিদের দুর্দশার কথা, বিপ্লবের প্রথম
বছরগুলোয় বিপ্লবীদের নিষ্ঠুরতা এবং একই সময়ে লন্ডনের জীবনের সঙ্গে নানা পার্থক্যের
কথা তুলে ধরা হয়। মূলত এ সময় কিছু মানুষের জীবনকেই এ উপন্যাসের মাধ্যমে তুলে ধরা
হয়েছে। বইটি অনুবাদ করেছেন অনীশ দাস অপু।
“ ” - Sadia Moumita