সাহিল রহমানের হরর উপন্যাস ‘সুহাসিনী’। প্রতিবন্ধীভাইয়ের অপরূপ সুন্দরী স্ত্রীকে দেখার সাথে সাথে আকাশ থেকে পড়ল ফরহাদ। যেই মানুষের নিজের ভারসাম্য রাখার ক্ষমতাটা পর্যন্ত নেই এমন একটা পুরুষকে এই অপূর্ব নারী কেন বিয়ে করবে? কী বা পাবে তার কাছে? তাহলে কি ফরহাদের মা তার অস্বাভাবিক সেই ক্ষমতাগুলি ব্যবহার করে এই মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে, নাকি জোর করে আটকে রেখেছে ? ফরহাদের মায়ের পক্ষে এমন কিছু করা অসম্ভব নয়।