সালমা আফরীনের প্রেমের উপন্যাস ‘নীরব কান্না’। এটি সাগর আর আশার কাহিনি। সাগর উপলব্ধি করে সেও ভালবাসে আশাকে। এতদিন এ কথা ভাববার অবসর তার হয়নি। আজ এক এক করে অনেক কথাই মনে পড়তে থাকে। সমস্যা ক্রমশ জট পাকিয়ে উঠতে থাকে সাগরের মনে। একমাত্র আশাই পারে এই সমস্যার সমাধান দিতে।
“ ” - Protty Mondal