মোট পাতা: 48
বিষয়: কাব্যগ্রন্থ
শুচিতা সপর্যা’র কাব্যগ্রন্থ ‘স্বয়ং’। চর্যাপদের
পুথি পাঠ ক্রমশ ধেয়ে আনে পুরাণ-ধ্রুপদ। বিদায় বেলার ক্লান্তিতে ত্রিবর্ণী-মঙ্গল-সুর-সঙ্গমে আনন্দ উত্যাপন, শুকতারাটির আদি প্রাণ আজো জোনাকির ভিড়ে নিত্য-সত্য। সত্য মানবের এই মহোক ব্ৰত এ লগ্নে— আত্ম
পূজিত তব আপন প্রসূনে, পর অঞ্জলি প্রয়াসে নিরর্থক আত্ম অপারগতা ঘুচে যাক অমর্ত্য শূন্যে।