মোট পাতা: 221
বিষয়: অনুবাদ
রানা আইয়ুবের লেখা অনুসন্ধানীমূলক প্রবন্ধের বই ‘গুজরাট ফাইলস : এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ময়নাতদন্ত’। কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা নরেন্দ্র মোদি এবং কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃক ২০০২ সালে গুজরাটে কয়েক মাস ব্যাপী চলা মুসলিম গণহত্যা ও মর্মান্তিক নির্যাতনের এক অনন্য দলিল গুজরাট ফাইলস। দীর্ঘ আট মাস যাবত এক অনুসন্ধানের পিছনে ছুটে বেড়িয়েছেন সাংবাদিক রানা আইয়ুব। এই জীবনবাজী রাখা অনুসন্ধানের ফল “গুজরাট ফাইলস”। অনুসন্ধানের বিষয়বস্তু ছিল গুজরাট দাঙ্গা, সাজানো বন্দুকযুদ্ধে নিরীহ মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডিয়ার হত্যার রহস্য। প্রতি মুহূর্তে মৃত্যুর সমূহ সম্ভাবনা স্বত্বেও এই অনুসন্ধান অব্যাহত রেখে তিনি উদর ফুরে বের করে এনেছেন অসংখ্য বিস্ময়কর তথ্য।