ব্রাম স্টোকারের বিখ্যাত হরর উপন্যাস ড্রাকুলা। বইটি অরিজিনাল উপন্যাসটির কমিক (গ্রাফিক নোভেল) সংস্করণ। অনুবাদ করেছেন মহিউল ইসলাম মিঠু। জোনাথন হারকারকে কাজের খাতিরে যেতে হয় ট্রানসিলভালিয়ায়। সেখানে কাউন্ট ড্রাকুলা নামে এক বনেদী লোক অপেক্ষা করছে তার জন্য। লন্ডনে একসাথে অনেক সম্পত্তি কিনেছেন ভদ্রলোক। কিন্তু কি তার উদ্দেশ্য? এদিকে ড্রাকুলার প্রাসাদে অদ্ভূত সব ঘটনার মুখোমুখি হতে হচ্ছে জোনাথনকে। কিন্তু এ সবকিছুর সাথে কি সম্পর্ক জোনাথনের বাকদত্তা মিনার? আবার মিনার বান্ধবী লুসিওসহ লন্ডনের আরো অনেকে জড়িয়ে পড়েছে ভয়ানক এই খেলায়। সেই সব গল্প শোনাচ্ছেন প্রফেসর ভ্যান হেলসিং। বইটি অরিজিনাল উপন্যাসটির গ্রাফিক নোভেল সংস্করণ। অনুবাদ করেছেন মহিউল ইসলাম মিঠু।
“ ” - jobayer sayid