সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘প্রণীত জীবন’। এ গ্রন্থে লেখক নিজেই নিজের জীবনকে সাজিয়ে তুলেন রঙিন আল্পনায়। বইটি মূলত একটি ঐশ্বর্যময় জীবনের গল্প। ‘প্রণীত জীবনে’ দুর্ভিক্ষের নির্মমতা উঠে আসে মমতার সাথে। ভাত না পেয়ে ভাতের মাড় খাওয়া, বড় ছোটর ব্যবধান ঘুছে যাওয়া, মানুষে মানুষে ভেদাভেদের কদর্য রূপ। সাতচল্লিশে দেশভাগের চিত্র একেবারের স্পষ্ট। তখন শিশুকাল অতিক্রম করে বয়ঃসন্ধির কালে যাত্রা তার। হোমিওপ্যাথিক
চিকিৎসক বাবার জীবন, পাকিস্তানের
পূর্ববঙ্গের মানুষের দরদ, সেই অজপাড়াগাঁয়ে মিছিল সব যেন কলমের পাতায় স্পষ্টভাবে উঠে আসে।