খালেদ হামিদীর মুক্তিযুদ্ধের উপন্যাস ‘সব্যসাচী’। সংসার ভেঙে যাওয়ায় অনুতপ্ত যে হয়নি আবিদ তা নয়। না জেনে রাজাকারের মেয়ের সঙ্গে দ্বন্দ্বসংকুল সাড়ে ছয় বছর কাটানোর ফলে ২,৩৭২ দিন ১২ ঘণ্টা জীবন থেকে পচে-গলে হারিয়ে যাওয়ায় মাস ছয়েক বেদনার্ত থাকে সে। একে ঠিক সন্তাপ বলা যায় কি না সে জানে না। তবে শেষ অব্দি আফরোজাকে তালাক দিয়ে কলঙ্কমুক্ত বোধ করে আবিদ।
“অনেকদিন পর একটা ভাল বই পড়লাম ” - সাখাওয়াত মহিম