মুনীর তৌসিফের রাজনীতি-বিষয়ক কোষগ্রন্থ ‘রাজনৈতিক মতবাদ’। রাজনৈতিক মতবাদ হচ্ছে কতকগুলো ধারণার সমাবেশ। আদর্শ নমুনা হিসেবে, প্রতিটি মতবাদে থাকে সুনির্দিষ্ট কিছু ধারণা, যার ওপর ভিত্তি করে দাবি তোলা হয়- এটিই হচ্ছে সর্বোত্তম ধরনের সরকার (গণতন্ত্র অথবা স্বৈরতন্ত্র)
এবং সর্বোত্তম অর্থনৈতিক ব্যবস্থা (পুঁজিতন্ত্র অথবা সমাজতন্ত্র)। রাজনৈতিক মতবাদে এমন অনেক শব্দবাচ্য আছে, যা দিয়ে যেমনি নির্দেশ করা হয় একটি রাজনৈতিক মতবাদকে, তেমনি তা দিয়ে আবার বোঝানো হয় এর একটি মৌল ধারণাকেও।
“ ” - Robi User
“ ” - RAJU