মুক্তিযুদ্ধের
বাস্তব ঘটনা অবলম্বনে লেখা বুলবুল মহালানবীশের উপন্যাস ‘জিগীষা’। আসাদ শহিদ হয়েছেন। বারীণবাবুর চোখের সামনে ভেসে ওঠে নানা ঘটনা। ২১ তারিখে সাধারণ হরতাল ঘোষণা হলো। মিউজিক কলেজেও কোনো ক্লাস নেওয়া হলো না। ২২, ২৩ তারিখেও ছাত্রদের উপস্থিতির সংখ্যা ছিল অত্যন্ত কম। তারা ক্লাস করতে চাইল না। ইলা মজুমদার বারীণবাবুর সঙ্গে পরামর্শ করলেন কী করা যায়। প্রিন্সিপাল
বারীণবাবু ছাত্রদের পক্ষেই রায় দিলেন। ২৪ জানুয়ারি শহিদ হলো নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র মতিউর।