নাজমুল আলম সিজারের উপন্যাস ‘যমজ পৃথিবী’। উপন্যাসে নায়কের জীবনে যা ঘটলো বা ঘটেছে, তা তো স্বপ্ন নয়- সেটা নিরেট বাস্তবই। যমজ পৃথিবীর অদৃশ্য পর্দা ভেদ করে আবার সে ফিরে এসেছে তার সেই হারানো পৃথিবীতেই। কী ঘটছিল তবে? এটাই রহস্য থাকলো। সেই রহস্য উন্মোচিত হবে এই সায়েন্স ফিকশন উপন্যাসটি পাঠে।
“ ” - MD Asraf Ali
“ ” - Robi User