ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস-ভিত্তিক বই ‘বাঙ্গলার ইতিহাস’। গ্রন্থে বিভিন্ন ধর্ম, বিশেষ করে বৌদ্ধধর্ম ও গৌড়ীয় বৈষ্ণবধর্মের ভূমিকাকে লেখক দেখেছেন অন্য চোখে। দুটি ধর্মই যে ব্রাহ্মণ্য আধিপত্যবাদের কাছে হার মেনেছিল এই রূঢ় সত্যটি তাঁর নজর এড়ায়নি। হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের
মধ্যে যে ভাববিনিময় হতো, সাহিত্যে ও স্থাপত্যে তার নিদর্শন আছে- একথা বলেও লেখক অস্বীকার করেননি যে, ঐক্যের পাশাপাশি বিরোধও বহাল ছিল।
“ ” - Tousif bin Parves