হিবাতুর রাহমানের আত্ম-উন্নয়মমূলক গ্রন্থ ‘সফল হতে-নিজেকে জানুন’। আমাদের ব্যর্থতার মূল কারণ হলো– আমরা আমাদের স্বভাব প্রকৃতির ওপর ভিত্তি করে আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি না। আল্লাহ সবাইকে সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ একই সম্ভাবনা সবাইকে দেয়নি। আলাদা আলাদা সম্ভাবনা দিয়েছেন। কারণ আল্লাহ যদি সবাইকে ডাক্তার হওয়ার সম্ভাবনা দিয়ে সৃষ্টি করতো, তাহলে সবাই ডাক্তার হতো। ফলে অন্য সব সেক্টর ফাঁকা হয়ে যেত। এতে পৃথীবিতে বিপর্যয় নেমে আসত। তাই আমাদের উচিত আমাদের সম্ভাবনাকে আবিষ্কার করে কাজে নামা। আমাদের মধ্যবিত্ত পরিবার চাকরি ছাড়া কোনো সম্ভাবনাই দেখতে পায় না। অথচ আমাদের মাঝে ব্যবসায়ী, রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক, দার্শনিকসহ নানা কিছু হওয়ার সম্ভাবনাও আছে।
“Thank you god bless you ” - ATIK HASSAN
“Sss ” - Sadik Hasan
“ ” - εҡ ѵเllαเɳ
“ ” - MRH Saimon