মোট পাতা: 88
বিষয়: রোমহর্ষক সিরিজ
রোমেনা আফাজের দস্যু বনহুর সিরিজের বই ‘হীরা ঝিলের গহ্বরে’। বনহুর লোকটাকে দরজার এক পাশে আড়ালে সরিয়ে রেখে এগুলো। হীরাঝিলের সম্মুখ ভাগে গভীর মাটির তলায় ছিল আহসান হাবীবের গোপন আড্ডাখানা। যেখানে কান্দাই অসৎ ব্যবসায়ীদের
ঘাঁটি ছিল। সেটা আজ সমূলে ধ্বংসপ্রাপ্ত। বনহুর ভাবতেও পারেনি হীরাঝিলের তলদেশের পিছন অংশে এমন একটি গোপন স্থান আছে—যেখানে অতি স্বচ্ছন্দে হিরোইন ব্যবসায়ী সেকেন্দার শাহ তার হিরোইন রক্ষাণাবেক্ষণের গুপ্ত স্থান করে নিয়েছে। তারপর কী ঘটলো? জানতে হলে শেষ করতে হবে পুরো বইটি।