বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমা-বিষয়ক গ্রন্থ ‘স্বপ্ন, সময় ও সিনেমা’। একজন বিশ্ববন্দিত চলচ্চিত্রকারের প্রিয় চলচ্চিত্রকার হয়ে ওঠার নেপথ্যে কাহিনি, তাঁর ভাবনা-চিন্তা, কবিতা-অর্থনীতির জগৎ থেকে চলচ্চিত্রের আঙিনায় এসে পড়ার প্রেক্ষাপট পাঠকের চোখের সামনে মূর্ত হয়ে ওঠে কবি-চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্তের লেখার প্রসাদগুণে। বইটিতে বেশ কয়েকটি প্রবন্ধ আছে, যা সিনেমা নিয়ে পাঠককে নতুন করে ভাবাবে।