সাঈদ বারী’র শিশুতোষ গল্পের বই ‘তোমাদের গল্প’। গল্পটি ক্লাসের শিক্ষক সোমা রহমানের মুখ থেকে শোনা। তার ক্লাসে ছাত্র-ছাত্রীরা কে কেমন দুষ্টুমি করে, এ নিয়েই বইটি। ছোট্ট বুবান, অহনা, রিশাদ, টুকুন, অহীদের বুদ্ধিদীপ্ত দুষ্টুমি বারবার প্রকাশিত হয়েছে প্রতিটি পৃষ্ঠায়। মজাদার এই বইটির সঙ্গে রঙিন অলংকরণ ক্ষুদে পাঠকদের মনে এক অন্যরকম আনন্দ দেবে।
“ ” - Bookworm