মুনীর তৌসিফের জীবনীমূলক বই ‘যে-সব মুসলিম মনীষী বদলে দিয়েছেন পৃথিবী’। একটা সময় ছিল যখন জ্ঞান-বিজ্ঞানে আর দর্শনে মুসলমানদের অর্জিত অগ্রগতি গোটা দুনিয়াকে বদলে দিয়েছিল। মুসলমানেরা পৌঁছুতে সক্ষম হয়েছিল উন্নতি আর শৌর্য-বীর্যের শীর্ষ শিখরে। মুসলমানেরাই
হচ্ছে আধুনিক রসায়নের জনক, বীজগণিতের জনক, আধুনিক সার্জারির জনক, ফলিত প্রকৌশলের অগ্রদূত, সমাজ বিজ্ঞানের জনক, রক্ত সঞ্চালন ব্যবস্থার আবিষ্কারক, এনেসথেসিয়া পদ্ধতির আবিষ্কারক, ত্রিকোণমিতির আবিষ্কারক, পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,
শত শত ঔষধি গাছের আবিষ্কারক, দ্বিপদী উপপাদ্যের উদ্ভাবক, বিশ্লেষণ জ্যামিতির জনক, চক্ষুবিজ্ঞানের
জনক, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক, দর্শনের অনুসরণীয় পণ্ডিত, দর্শন ও জ্ঞান-বিজ্ঞানের অনেক ভুল ধারণার খণ্ডনকারীসহ
আরো নানা সাফল্যের অধিকারী। এসব সাফল্যের অধিকারী মুসলমানেরা শত শত বছর আগে নিজেদেরকে পৌঁছে দিতে পেরেছিলো এক দম সামনের সারিতে।
“ ” - Rauson ara parvin Shathi