নাজমুল
আলম সিজারের থ্রিলার গল্প ‘আতঙ্ক প্রহর। ঘাড় আর মাথা দেখেই আন্দাজ করা যায়, কমসে কম
গজ দেড়েক হবে সেটা লম্বায়। শরীরের অর্ধেক তখনও গর্তের ভেতর রয়ে গেছে। তবে আস্তে-আস্তে
বেরিয়ে আসা শুরু করেছে সাপটা। তার ক্রুদ্ধ চোখে সতর্ক দৃষ্টি। হিংস্রতায় কেমন হিসহিস
করছে। তারপর? গা শিহরিত কাহিনি।
“ ” - Nazmul Alam Sizar