প্রবীর ঘোষের স্মৃতিকথামূলক বই ‘আমার ছেলেবেলা’। স্মৃতিচারণ গ্রন্থটি স্মৃতি উদ্ধার করে রচিত। এতে কোনো কল্পকাহিনি নেই। লেখকের জন্মের বছর পাঁচেক পর থেকে কাহিনির শুরু। শেষ হয় স্কুল ফাইনাল দিয়ে খড়্গপুর ছাড়া পর্যন্ত। ওই সময়টিকেই লেখক ‘আমার ছেলেবেলা’ বলে চিহ্নিত করেছেন। ছেলেবেলাতেই ছিল লেখকের গড়ে ওঠার রসদ। এই স্মৃতিগ্রন্থে একটু একটু করে গড়ে ওঠার টুকরো কোলাজ উঠে এসেছে।