আলফ্রেড
হিচকক-এর রহস্য উপন্যাস ‘রহস্যময় ঘড়ি’। ভয়ানক শব্দটাও বন্ধ হয়ে গেল। আশ্চর্য! ঘড়িটা
ভয়াবহভাবে আর্তনাদ করে কি করে! এটা তো একটা স্ক্রিমিং ক্লক বলে মনে হয়। নিশ্চয় করে
জুপিটার বুঝল ঘড়ির এলার্মের বোতামটা ঠিকঠাকভাবে একটা নির্দিষ্ট জায়গায় রাখলেই এই
শব্দটা হয়। নচেৎ ঘড়িটা আর দশটা ঘড়ির মতোই স্বাভাবিক। জুপিটার ব্যাপারটা পরীক্ষা
করার জন্যই ঘড়ির এলার্মের বোতামটাকে আবার তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে নিল, তারপর
আবার সে তার দুটোকে গুজে দিল সুইচ বোর্ডে। এবার কিন্তু ঘড়িটা আগের মতো আর বীভৎস্য
স্বরে আর্তনাদ করল না।
“ভালো লেগেছে কাহিনী টা দারুন ” - Shahariar Pias