মোট পাতা: 114
বিষয়: অনুবাদ
টিম ওয়েইনার-এর লেখা ‘লিগেসি অব অ্যাশেজ : সিআইএ’র ৬০ বছরের ইতিহাস’।
বইটির তৃতীয় খণ্ডে আছে : ‘হারানো লক্ষ্য’ কেনেডি ও জনসনের অধীনে : ১৯৬১-১৯৬৮’। বইটি
অনুবাদ করেছেন ইফতেখার আমিন। সায়গনে গিয়ে অ্যালেন দেখতে পান দক্ষিণ ভিয়েতনামী সৈন্যবাহিনীর
মনোবল বলতে গেলে চুরমার হয়ে গেছে, এবং প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, একে অন্যের
জানের শত্রুতে পরিণত হয়েছেন। আমেরিকান সৈন্যরা তাদের শহর রক্ষা করতে ব্যর্থ হচ্ছে,
স্পাইরা আতঙ্কিত। মনোবল সম্পূর্ণ ভেঙে পড়েছে তাদের। ১৯৫৪ সালে দিয়েন বিয়েন ফু-তে ফরাসীদের
চূড়ান্ত পরাজয়ের ১৪ বছর পর আমেরিকার বিরুদ্ধে হ্যানয়ের এই বিজয় হচ্ছে তাদের সর্ববৃহৎ রাজনৈতিক বিজয়।