দস্যু বনহুর জনপ্রিয় কথাসাহিত্যিক রোমেনা আফাজের একটি কথাচরিত্র। ছোটবেলা নৌ-দুর্ঘটনায় চৌধুরী বাড়ির ছেলে মনির হারিয়ে যায়। দস্যু সর্দার কালু খাঁ তাঁকে কুঁড়িয়ে পান ও পরে তাঁকে ‘দস্যু বনহুর’ রূপে গড়ে তোলেন। গরীবের বন্ধু ও চোরাকারবারীদের চির শত্রু দস্যু বনহুর যেমন গরীবের কাছে ছিলেন পূজোনীয় তেমনি চোরাকারবারী ও সন্ত্রাসদের কাছে ছিলেন জমদূতের মতো