রেনে দেকার্তের দর্শন-বিষয়ক বই ‘ডিসকোর্স অন মেথড’। আধুনিক ইউরোপীয় দর্শনের
প্রধান জিজ্ঞাসা হচ্ছে, আমি নিশ্চিত হব কী করে? এটা আমরা ইউরোপের চিন্তায় প্রথম দেখি দেকার্তের রচনা ‘ডিসকোর্স অন মেথড’-এ। এখানে দেকার্ত এমন একটি
জ্ঞানের ভিত্তি খোঁজার চেষ্টা করেছেন, যেটার ওপর দাঁড়িয়ে তিনি অন্যান্য জ্ঞানের ক্ষেত্রে নিশ্চয়তা খুঁজে পাবেন। তাঁর
প্রশ্ন ছিল- আমি কীভাবে জানবো এই জগৎ সত্য? আমার ইন্দ্রিয় কী আমাকে সত্য জ্ঞান দিচ্ছে? তাই তিনি শুরু করলেন, যা কিছুতে তাঁর সামান্য সন্দেহ হবে সেটাকেই তিনি বাতিল ঘোষণা করবেন। কিন্তু তিনি
দেখলেন, তিনি যে চিন্তা করছেন এটা
তো আর মিথ্যা নয়? তাই চিন্তা করতে পারেন বলেই তিনি অস্তিত্বময়।