ভিক্টর হুগো’র
ক্লাসিক
উপন্যাস ‘লা মিজারেবল’। ফরাসী ভাষায় ‘লা মিজারেবল’ কথাটির শব্দগত অর্থ দীন দুঃখীরা বা
হতভাগারা। এই উপন্যাসে লেখক উনিশ শতকের ফ্রান্সের সাম্রাজ্যতন্ত্র ও প্রজাতন্ত্রের অধীনে সমাজের নিচের তলার সে সব মানুষের জীবনের এক সকরুণ জীবন চিত্র এঁকেছেন। যারা দুঃখ দৈন্যের অভিশাপে বিকৃত। উপন্যাসের নায়ক জা ভালজা। এমন বিবর্তনধর্মী চরিত্র বিশ্বসাহিত্যে বিরল। সে তার জীবনের চারটি গুরুত্বপূর্ণ সময়ে এমন চারটি চরিত্রের সংস্পর্শে আসে যারা তার জীবনের মোড় ফিরিয়ে দেয়। সেই চারটি চরিত্র হল বিশপ মিরিয়েল, ইন্সপেক্টর জেভারত, ফাতিনের মেয়ে কসেত্তে এবং কসেত্তের প্রেমিক যুবক মেরিয়াস। যে সমাজ এ চোর ও অপরাধীর জন্যে নির্মম শাস্তির বিধান আছে ।কিন্তু গরিব দের অন্নসংস্থানের ব্যবস্থা নেই।
“ ” - Farhana
“ ” - Bookworm