মোট পাতা: 176
বিষয়: উপন্যাস
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘সংসারে এক সন্ন্যাসী’। উপন্যাসের নায়ক মানবেন্দ্র। আর অনেকের মতো আটপৌরে জীবন তার। সংসার,
চাকরি, সামাজিকতা- সব কিছুই ঠিকঠাক চলছিল। একসময় মাথায় এক অদ্ভুত ভূত চাপলো। সন্ন্যাসী
হতে মন চাইলো। কিন্তু বাস্তবতা তাকে তা হতে দেয় না কিছুতেই। তাই সংসারের ভেতরেই সে
মোহহীন এক সন্ন্যাস-জীবন যাপন করে যায়।
“ ” - Hridoy Roy