মোট পাতা: 144
বিষয়: কিশোর উপন্যাস
সুনীল
গঙ্গোপাধ্যায়ের কিশোর
উপন্যাস ‘নীলমূর্তি রহস্য’। দুপুরবেলা
হঠাৎ কলেজ ছুটি হয়ে গেল। একজন
প্রোফেসর পদ্মশ্রী খেতাব পেয়েছেন, সেইজন্যে। বাইরে
ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিছু ছেলেমেয়ে সেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল। সন্তু
কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ভাবছে বৃষ্টিতে ভিজবে কি ভিজবে না, এই সময় তার বন্ধু জোজো তার পিঠে হাত দিয়ে বলল, ‘চল সন্তু, কোথাও ট্রেনে করে ঘুরে আসি।’