বক্তব্য একটাই : স্বাধীনতা। বারে বারে ঘুরে ঘুরে বলা, বারে বারে ঘুরে ঘুরে আসা, যেন স্তব যেন তীর্থ; আমরা দিনে কিংবা রাত্রে, কাজে কিংবা অবসরে, মিছিলে কিংবা আলাপে স্তব করে চলি : স্বাধীনতা; আমরা তীর্থযাত্রী : স্বাধীনতার। এভাবেই শুরু হয় প্রাবন্ধিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মুক্তিযুদ্ধ-বিষয়ক স্মৃতিচারণমূলক
লেখা ‘জার্নাল ৭১’ বইটির। লেখকের এই স্মৃতিচারণায় উঠে আসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের
অনেক অজানা কথা।