শামসুজ্জামান শামসের ক্রীড়া-বিষয়ক বই ‘ব্রাজিল বিশ্বকাপ ও খ্যাতিমান তারকারা’।
বইটিতে আছে : বিশ্বকাপের আর্বিভাব, ব্রাজিল বিশ্বকাপের ফিকশ্চার, আগের ১৯ বিশ্বকাপ নিয়ে কিছু কথা, ব্রাজিল বিশ্বকাপের ১২ স্টেডিয়াম, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতারা, বিশ্বকাপ টুকিটাকি। এছাড়া রোনালদো, নেইমার, ইকার ক্যাসিয়াস ফার্নান্দেজ, মেসি, দিয়েগো ফোরলান, সুয়ারেজ, ইনিয়েস্তা, ফার্নান্দো তোরেস, ওয়েন রুনিসহ পেলে, ম্যারাডোনার মতো তারকাদের
কথা।