স্বামী বিবেকানন্দ রচিত হিন্দু যোগ দর্শনবিষয়ক একটি বই ‘সরল রাজযোগ’। এই বইতে যোগদর্শনের অন্যতম শাখা রাজযোগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। স্বামীজী আমেরিকায় তাঁর শিষ্য সারা সি. বুলের বাড়িতে কয়েকজন অন্তরঙ্গের সঙ্গে ‘যোগ’ সম্পর্কে যে আলোচনা করেন, মিসেস বুল তা লিখে রাখেন। পরে ভক্ত, স্বজন ও বন্ধুবান্ধবের মধ্যে বিতরণের লক্ষ্যে সেটি বই আকারে প্রকাশ করা হয়।
“ ” - Dr K D
“ ” - suman samanta
“ ” - SH TO
“ ” - suman ghosh