কথাসাহিত্যিক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস ‘অপুর কথা’।
লেখকের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’
র অপু-কাহিনিরই সম্প্রসারণ এটি। পরে কোনো এক সময়ে অপুর সন্তান কাজলকে নিয়ে উপন্যাস
রচনার ইচ্ছা তার মনে ছিল। ‘তৃণাঙ্কুর’
দিনলিপিতে তিনি লিখেছেন : “অপুকে জন্ম থেকে ৩৪ বৎসর বয়স পর্যন্ত আমি কলমের ডগায় সৃষ্টি
করেচি। তাকে ছাড়তে সত্যিকার বেদনা অনুভব করচি-তবে সে ছিল অনেকখানিই আমার নিজের সঙ্গে
জড়ানো, সেইজন্যে বেশি কষ্ট হচ্ছে বিদায় দিতে কাজলকে, লীলাকে, দুর্গাকে, রাণুদি’কে-এরা
সত্য সত্যই কল্পনাসৃষ্ট প্রাণী। কোনোদিকে এদের কোনো ভিত্তি নেই এক আমার কল্পনা ছাড়া।”
“ ” - Shajib